Skip to main content

২-সালাত-নামায

দ্বীন ইসলাম এর ২য় ভিত হলো সালাত । যে সালাত ছেড়ে দেয় সে মুনাফিক ।

আমল এর ধরন

কর্তব্য এর নামআদায় না করলে গুনাহ হবে কি না
ফরজহা
সুন্নত-
নফল-
ওয়াজিবহা

দৈনিক ৫ ওয়াক্ত সালাত ফরজ । সালাত এর বিস্তারিত ।

সালাত এর নামগুরুত্বআদায় এর সময়
ফজরফরজসূর্য উঠার আগে
জোহরফরজদুপুরে সূর্য হেলে যাওয়ার পর
আসরফরজসূর্য আকাশের শেষ ভাগে যাওয়ার পর
মাগরিবফরজসূর্য ডোবার পর
এশাফরজমাগরিব এর ১ঃ৩০ ঘন্টা পর
বিতিরওয়াজিবতাহাজ্জুদ এর পর । তবে এশার পর পড়া যাবে ।
তাহাজ্জুদসুন্নাত
ইশরাকনফল
চাশতনফল
আউয়াবিননফল
তাহিয়্যাতুল মসজিদসুন্নাত
দুখুলুল ওধুনফল

সালাত পড়ার বিষয়াবলি

সালাত এর আবশ্যকীয়

সালাতটোটালসুন্নাতফরজসুন্নাতনফল
ফজর২+২--
জোহর৪+৪+২+২(২)
আসর৪+৪(৪)--
মাগরিব৩+২+২-(২)
এশা৪+৪+২+২(৪)(২)
নোটঃ
  • (-) ব্রাকেট এর ভেতরের সংখ্যা, যা আদায় করতে না পারলেও গুনাহ হবেনা ।
  • সুন্নত, নফল, ওয়াজিব সালাত পড়তেই হবে ।

নিয়মকানুন

  • মিসওয়াক করে অযু করা

  • আযান এর জবাব দেওয়া ও তারপর দুয়া পড়া

  • সালাতে সূরা ফাতিহার পর সূরার ধারাবাহিকতা বজায় রাখা । শেষ ১০ সুরার ধারাবাহিক নামঃ ফীল, কুরাইশ, মাউন, কাওসার, কাফিরুন, নাসর, লাহাব, ইখলাস, ফালাক্ব, নাস

  • জামাতে পড়া, মসজিদে যাওয়া

    • সুন্নত, নফল বাসায় পড়া উত্তম ।
    • ধীরে ধীরে যাওয়া এবং সময় থাকলে ২ রাকাত নফল পরে বসা ।
    • ইমাম কে যদি রুকু তে পাওয়া যায় তাহলে সেই রাকাত পাওয়া গেছে । অন্যথায় ইমাম যেভাবে আছেন সেই বৈঠকে অবস্থান নেওয়া ।
    • যত রাকাত পাওয়া যাবেনা, তত রাকাত পড়তে হবে, ইমাম যখন সালাম ফেরানো শেষ করবেন তার পর দাঁড়িয়ে ।
    • যত রাকাত পাওয়া যাবেনাঃ ইমাম এর সাথে যত রাকাত পাওয়া গেছে মুসল্লি সেটা গননা করবে তার ১ম থেকে - ১ম, ২য় ইত্যাদি এবং পরে বসার / পদ্ধতি হবে এই ক্রম অনুসারেই । পরে বাকি সালাত শেষ করার সময়, সূরা মিলানোর পদ্ধতি হিসাব হবে মুসল্লি ইমাম এর ১ম থেকে যেই রাকাত পায়নি ।
    • ৪ রাকাতের ৩ রাকাত না পেলেঃ ১ম রাকাত ইমামের সাথে পাওয়া গেলো + ২য় রাকাতে সূরা মিলিয়ে বসা + ৩য় রাকাতে সূরা মিলিয়ে দাঁড়ানো + ৪র্থ রাকাতে শুধু সুরা ফাতিহা পড়ে সালাত শেষ করা ।
    • ৪ / ৩ রাকাতের ১ বা (শেষ) রাকাত না পেলেঃ সুরা ফাতিহা ও অন্য সূরা মিলিয়ে পড়া এবং বসে সালাত শেষ করা ।
  • পুরুষেরা সালাতের সময় উত্তম পোষাক পরা, টাখনুর উপর কাপর (যা সমসময় ই রাখা), কাপড়ের হাতা ভাজ না করা

  • মহিলাদের জন্য উত্তম বাসায় পড়া, মুখমন্ডল বাদে বাকি অঙ্গ ঢেকে রাকা (কান, চুল, ইত্যাদি)

সলাত সম্পর্কিত আমল

  • আযানের জবাব ও দুয়া পড়া
  • অযুর পর ২ রাকাত নফল সালাত পড়া
  • মসজিদ এ বসার পুর্বে ২ রাকাত নফল পড়া
  • ফরজ সালাত শেষ করার পরের আমল
    • এই দুয়া পড়া - আল্লাহুম্মা আয়িন্নি য়ালা জ্বিকরিকা ওয়া শুকরিকা, ওয়া হুসনি ঈবাদাতি ।
    • ৩ বার ইস্তিগফার পড়া
    • দুরুদ শরীফ পড়া
    • আয়তুল কুরসি
    • ১ বার সূরা ফাতিহা, ৩ বার সুরা ইখলাস
    • ৩৩ বার সুবহানাল্লাহ, ৩৩ বার আলহামদুলিল্লাহ, ৩৩ বার আল্লাহুআকবার, ১ বার কালিমায়ে শাহাদাত
  • note: Amol note from gtaf
  • চলতে ফিরতে ইস্তিগফার পড়া
  • সূরা ওয়াকিয়াহ পড়া

জুমার দিনের আমল

  1. গোসল করা ।
  2. উত্তম পোশাক পরিধান করা । জুমার জন্য আলাদা পোশাক রাখা ।
  3. সুগন্ধি ব্যবহার করা ।
  4. তারাতাড়ি মসজিদ এ যাওয়া । মসজিদ এ ঢুকে কাউকে না ডিঙ্গিয়ে খালি যায়গায় বসে যাওয়া ।
  5. মনোযোগের সঙ্গে খুতবা শোনা ।
  6. সুরা কাহফ তিলাওয়াত করা ।
  7. বেশি বেশি দরুদ পাঠ ।